অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। কিন্তু আজ সকালবেলা পুলিশের হাতে গ্রেফতার হয়ে বিকেলবেলাই জামিন পেয়েছেন। আর আদালত থেকে বেরিয়েই হুঙ্কার দিলেন, ‘‘মমতার রাতের ঘুম কেড়ে নেব।’’
এরপর কৌস্তভ বাগচী ব্যাঙ্কশাল আদালত থেকে বেরিয়ে ন্যাড়া হয়ে জানান, ‘‘যত দিন না মমতার সরকারকে উৎখাত করছি, তত দিন মাথার চুল রাখব না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথা ভাববেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে গতকাল গভীর রাতেরবেলা কলকাতা পুলিশে কৌস্তুভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করেন। আজ কংগ্রেস নেতৃত্ব এই বিষয়ে অভিযোগ করেন, ‘‘বিনা কারণে বড়তলা থানার পুলিশ আইনজীবী নেতাকে গ্রেফতার করেন।’’
বাম এবং কংগ্রেস কৌস্তুভ বাগচীর গ্রেফতারীর কড়া নিন্দা করে জাতীয় স্তরে আন্দোলন করার কথা জানান।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গ্রেফতারী নিয়ে সরব হয়ে কংগ্রেসকে খোঁচা দেন। এদিন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্য আইনজীবীরা তাঁর জামিনের পক্ষে আদালতে সওয়াল করেন। সরকারী কৌঁসুলি আদালতে জানান, ‘‘কৌস্তুভ বাগচীর উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের জন্য দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই বক্তব্যের প্রেক্ষিতে কৌস্তুভ বাগচীর আইনজীবীরা সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না কেন তা নিয়ে প্রশ্ন তোলেন। অবশেষে দুই পক্ষের সওয়াল জবাবের পর এক হাজার টাকা বন্ডে কৌস্তভ বাগচীর জামিন গৃহীত হয়।