মিঠু রায়ঃ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানালেন, “দুয়ারে সরকার” কর্মসূচিতে মাত্র দুসপ্তাহের মধ্যেই এক কোটিরও বেশি মানুষ নাম যুক্ত করেছেন। আজ তিনটি টুইটের মাধ্যমে এই কথা প্রকাশ্যে জানালেন মুখ্যমন্ত্রী।
গত ১ লা ডিসেম্বর থেকে রাজ্যের সব জেলায় “দুয়ারে সরকার” কর্মসূচি শুরু হয়ে গেছে। শিবিরগুলিতে জাতিগত শংসাপত্রের বিতরণ, কন্যাশ্রী এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে নানা সরকারী পরিষেবার সুযোগ করে দেওয়া হয়েছে।
প্রথম টুইটে মমতা লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুবিধাগুলি পাওয়ার জন্য মাত্র দু’সপ্তাহে বাংলার এক কোটির বেশি মানুষ দশ হাজার সরকারী পরিষেবা শিবিরে গিয়েছেন”।
Sponsored Ads
Display Your Ads Hereদ্বিতীয় টুইটে তিনি জানিয়েছেন, “আমি পশ্চিমবঙ্গ সরকারের সব কর্মী, আধিকারিক এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তাঁরা এই সময় ধরে প্রতি দিন ২৪ ঘণ্টা শিবিরগুলি পরিচালনায় সময় দিয়েছেন। শিবিরগুলির পরিদর্শক এবং সরকা্রী পরিষেবা গ্রহণকারীদেরও আমার অভিনন্দন”।
তৃতীয় টুইটে জানিয়েছেন, “আমি এটুকু আশ্বাস দিচ্ছি যে বাংলার মানুষের কাছে সরকারী সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো গাফিলতি করব না”।
Sponsored Ads
Display Your Ads Hereতাঁর এই উদ্যোগে খুশি বাংলার মানুষ।