Indian Prime Time
True News only ....

ভোট প্রার্থনার বদলে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো সমাজবাদী পার্টির প্রার্থীর বিরুদ্ধে

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ বদায়ূঁ লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে যশবন্তনগরের বিধায়ক তথা সমাজবাদী পার্টির প্রার্থী শিবপাল যাদব ভোট প্রার্থনার বদলে ভোটারদের হুমকি দেন। এরপর ওই প্রার্থীর ওই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়।

অখিলেশ যাদবের দলের প্রার্থী শিবপাল যাদব বদায়ূঁ লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন। জনসভায় তার সঙ্গে স্থানীয় বিধায়ক ব্রজেশ যাদব ও ছেলে আদিত্য যাদব ছিলেন। অভিযোগ ওঠে, ‘‘শিবপাল যাদব সেখানে ভোটারদের কার্যত হুমকি দিয়ে জানান, ‘‘আমরা আপনাদের সবার ভোট চাই। যদি আমাদের ভোট দেন তো ঠিক আছে..। নহি তো হিসাব-কিতাব ভি হোগা (নাহলে হিসাব-নিকেশও হবে)।’’ ইতিমধ্যে শিবপাল যাদবের এই মন্তব্যে শোরগোল শুরু হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

সমাজবাদী পার্টির বিধায়ক ব্রজেশ যাদবের দাবী, ‘‘শিবপাল গুন্নারের দিকে যাচ্ছিলেন। বদায়ূঁর বিলসি বিধানসভা কেন্দ্রে ওই মন্তব্য করেছিলেন।’’ এদিকে, শিবপাল যাদব বলেন, ‘‘যে ভিডিয়োটি দেখানো হচ্ছে, সেটা ২০ সেকেন্ড থেকে ২৫ সেকেন্ডের। এর আগে-পরে কি বলেছি, তা দেখানো হচ্ছে না। যারা বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছেন, অথচ অন্য দলকে ভোট দিয়েছেন, তাদের নিয়ে কথা বলছিলাম।’’

বিজেপি অবশ্য তা মানতে নারাজ। বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজ লালের কটাক্ষ করে বলেছেন, ‘‘সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং অপমান করা সমাজবাদী পার্টির নেতাদের সাধারণ আচরণ। সমাজবাদী পার্টির প্রার্থী আদতে ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায় করতে চেয়েছেন।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored