নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ মহানগর না পারলেও হায়দ্রাবাদ পেরেছে। আজ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে আম জনতা দেখতে না পেলেও যখন এই মেসিই হায়দ্রাবাদ গেলেন, তখন সেখানে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হল। আর সেখান থেকেই লিওনেল মেসি ভারতের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানালেন। আর হায়দ্রাবাদে ভক্তদের সামনে দাঁড়িয়ে জানান, “আজ ও সব সময় আমি যে ভালবাসা পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ।”

এছাড়া বলেন, “ভারতে আসার আগে থেকেই অনেক কিছু দেখেছি। বিশেষ করে শেষ বিশ্বকাপের সময়ে ভারতীয় সমর্থকদের আবেগ এবং সমর্থন গভীরভাবে স্পর্শ করেছে। সত্যি বলতে, এই ভালবাসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।” ভারতে কাটানো সময় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “আপনাদের সাথে এই কয়েকটি দিন ভাগ করে নিতে পারা আমাদের জন্য বড়ো সম্মান। ভারতে এসে আপনাদের সাথে সময় কাটাতে পেরে আমরা কৃতজ্ঞ।”

এদিন, লিওনেল মেসির এই বক্তব্যে উপস্থিত দর্শকরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির মুখে এমন আন্তরিক কৃতজ্ঞতার কথা শোনার সুযোগ পেয়ে অনুরাগীরা আবেগে ভাসেন। প্রসঙ্গত, গতকালই লিওনেল মেসি ভারতে পা রেখেছেন। দেশের চারটি বড়ো শহরে তাঁর অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রথম কলকাতা এসেছিলেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে আমন্ত্রণ জানানোর জন্য সব কিছু প্রস্তুত রাখা হয়েছিল। সেইমতো লিওনেল মেসি মাঠে প্রবেশ করেন। আর মাঠ প্রদক্ষিণ করতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু পাশে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসুর মতো অনেক ভিভিআইপি থাকায়, যে সকল সাধারণ মানুষ হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও লিওনেল মেসিকে দেখতে না পাননি তারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর ক্ষোভে ফেটে পড়েন। এর জেরে ক্রীড়াঙ্গন জুড়ে দেদার ভাঙচুরও চলে। একেবারে বিশৃঙ্খলময় পরিস্থিতি সৃষ্টি হয়। যার কারণবশত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাঝপথ থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে যান। পরে আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতার হন। এইসবের পর লিওনেল মেসি কলকাতা থেকে বিমানপথে সোজা হায়দ্রাবাদে উড়ে যান।










