নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে যে যথেষ্ট সাহস ও ক্ষমতা দেখিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেনাবাহিনীকে কৃতিত্ব দিয়ে জানান যে, “স্বাধীনতার পর এই প্রথম ভারত পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে।”
অমিত শাহ গুজরাটের গান্ধীনগরে একটি প্রকল্পের উদ্বোধনে এসেই অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেন, “যারা পরমাণু বোমার ভয় দেখাত, সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনা তাদের যোগ্য জবাব দিয়ে এসেছে। জঙ্গিরা ভেবেছিল ওদের হুমকি আমাদের ভয় পাওয়াবে, কিন্তু আমাদের তিন বাহিনীই যোগ্য জবাব দিয়েছে। এমন জবাব দিয়েছে যা ওদের কল্পনারও বাইরে ছিল। জঙ্গিদের আমাদের সেনা এমন জবাব দিয়েছে যে পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে।”
অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ড্রোন-মিসাইল দিয়ে হামলার চেষ্টা করেছে। কিন্তু ভারতীয় বায়ুসেনা প্রতিটি হামলা প্রতিহত করেছে। আর বিষয় প্রধানমন্ত্রীর কৃতিত্ব উল্লখ করেন জানালেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, আমাদের প্রতিরক্ষা সিস্টেম এতটাই নিখুঁত হয়ে উঠেছে যে একটাও ড্রোন বা মিসাইল ভারতের মাটিতে পৌঁছতে পারেনি। বরং আমরা ওদের আকাশপথে হামলা করার ক্ষমতাই ধ্বংস করে দিয়েছি। আমি আমাদের সেনার সাহসিকতাকে স্যালুট জানাই।”
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেছেন, “যবে থেকে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, তবে থেকে তিনি প্রতিটি হামলার এমন নিখুঁতভাবে জবাব দিয়েছেন যে গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে”। একইসঙ্গে জঙ্গিদের কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, “যদি ভারতের নাগরিকদের উপরে কোনো সন্ত্রাসবাদী হামলা হয়, তাহলে প্রত্যাঘাতের শক্তি দ্বিগুণ হবে।”