নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পঞ্চায়েত নির্বাচনের আগে রবিবার রাতেরবেলা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের বেতপুকুর গ্রামে বিজেপির ৩৫ নম্বর মণ্ডলের ওবিসি মোর্চার সভাপতি হরিলাল দেবনাথের বাড়ি থেকে উদ্ধার বোমা ও আগ্নেয়াস্ত্র এবং বোমা। এই নিয়ে জেলায় চরম উত্তেজনা তৈরী হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হরিলাল দেবনাথের বাড়িতে তল্লাশি চালাতেই ছয়টি বোমা এবং তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন।’’ এই ঘটনায় বিজেপি নেতৃত্ব ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
বিজেপির পূর্ব বর্ধমান জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জানান, ‘‘হরিলাল আমাদের বেশ কয়েকটি বুথের স্তম্ভ। নির্বাচনের আগে শাসকদলের সুবিধা করে দিতে ষড়যন্ত্র করে ওঁকে ফাঁসানো হয়েছে।’’ অপর দিকে, রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘বিজেপি অশান্তি পাকানোর জন্য বোমা-বারুদ আমদানি করছে। কিন্তু পুলিশ প্রশাসন সক্রিয় আছে।’’
Sponsored Ads
Display Your Ads Here