মিনাক্ষী দাসঃ গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ঘোষণা করেছিলেন CBSE বোর্ডের দশম ও দ্বাদশ পরীক্ষা ফেব্রুয়ারী পর্যন্ত স্থগিত থাকবে। আর আজ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকার জানিয়ে দিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে পরীক্ষা কবে হবে তার সময় সূচী এখনো জানানো হয়নি।
আজ বেহালায় কন্যাশ্রী কলেজের উদ্বোধন অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, “করোনার কারণে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় সিলেবাস সম্পূর্ণ করা সম্ভব হয়নি। ফলে এই পরিস্থিতিতে নির্ধারিত সূচীতে পরীক্ষা নিলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়বে। তাই সব ঠিক থাকলে জুন মাসে বোর্ডের পরীক্ষা হবে”।
আর সূত্রের খবর অনুযায়ী জানা যায়, আগামী মে মাসে বিধানসভা নির্বাচন তাই সব ভোট প্রক্রিয়া শেষ করে তবেই পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।