তদন্তকারী সংস্থাগুলির রাজ চলছে বলে দাবী করেন, মুখ্যমন্ত্রী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ২০১১ সালের ২০ শে মে অর্থাৎ আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে স্মরণ করে টুইটে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে জানান, “এখন কাজ আরো বেশী কঠিন। কারণ বিজেপি সরকারের অঙ্গুলিহেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির রাজ চলছে।”

এদিন টুইটারের মাধ্যমে জানান, ‘‘২০০১ সালে এই দিনে আমরা ৩৪ বছরের দানব শাসনকে উৎখাত করে পশ্চিমবঙ্গে মা-মাটি-মানুষের সরকার গঠনের শপথ নিয়েছিলাম। আজ ওই অঙ্গীকারের পুর্ননবীকরণ করছি। জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করছি। এরপর অসুবিধার কথা বলে লেখেন, কেন্দ্রে স্বৈরাচারী সরকারের এজেন্সি-রাজ আমাদের কাজকে চ্যালেঞ্জিং করে তুলেছে। কিন্তু সারা দেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে আছেন। মিছিলে আছেন। দীর্ঘজীবী হোক ২০ শে মে।’’


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচী অসমাপ্ত রেখেই কলকাতায় এসে নিজাম প্যালেসে সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। মুখ্যমন্ত্রীর এই প্রসঙ্গে অভিযোগ, ‘‘বিজেপি তৃণমূলের সাথে রাজনীতিতে না পেরে উঠে এই কাজ করছে।


ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। নবজোয়ার কর্মসূচীতে অভিষেক ২৫ দিন ধরে রাস্তা রয়েছে। ফলে এই কর্মসূচী বন্ধ করা যায় কিভাবে তার চেষ্টা করছে। ফলে যদি অভিষেককে ওরা আটকে রাখে তবে আমি জেলায় জেলায় যাব। কিন্তু বিজেপির কাছে মাথা নত করব না। বিজেপিকে দেশছাড়া না করা অবধি লড়াই চলবে।’’ এরপর সম্প্রতি কর্নাটক বিধানসভা ভোটের প্রসঙ্গ তুলে বলেন, ‘‘শুধু কর্নাটক নয়, দেখবেন বাকি সব জায়গায় হারবে। শুধু গুজরাত ও উত্তরপ্রদেশ নিয়ে থাকবে।’’


এদিকে তৃণমূল রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন করেন যে, “যদি অভিষেককে কুন্তল ঘোষের চিঠি নিয়ে তলব করা হয়, তাহলে সারদা কর্তা সুদীপ্ত সেন দু’বার চিঠি লিখেছিলেন। সম্প্রতি তৃতীয় চিঠিও লিখেছেন। ১১ ই মে আদালতে ওই চিঠি এসেছে। অতএব সুদীপ্ত সেনের চিঠির প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীকে ডাকা হবে না কেন?’’

অন্যদিকে গতকাল আরবিআই বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের উদ্দেশ্যে কটাক্ষপূর্ণ টুইট করে জানিয়েছেন, ‘‘এটা ২,০০০ টাকার নোটের ধামাকা ছিল না। বরং ১০০ কোটি ভারতীয়কে দেওয়া বিলিয়ন ডলারের ধোকা ছিল। আমার ভাই-বোনেরা, ঘুম থেকে উঠুন। নোট বাতিলের সময় আমাদের যে কষ্ট পোহাতে হয়েছিল, তা এখনো পর্যন্ত আমরা ভুলে যাইনি। আর যারা আমাদের সেই কষ্ট দিয়েছে, তাদের ক্ষমা করা উচিত নয়।’’

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031