পিঙ্কি পালঃ ডিসেম্বর মাস পড়লেও এখনো জাঁকিয়ে ঠাণ্ডা পড়েনি। তাই মানুষ শীতের আমেজকে এখনো উপভোগ করতে পারেনি।
কিন্তু আবহাওয়া সূত্রে জানা যায়, আজ থেকেই এক ধাক্কায় নামবে অনেকটাই পারদ। রবিবার এবং সোমবার কলকাতার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রীতে। জেলার তাপমাত্রা ১০ ডিগ্রীরও নীচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে।
কিন্তু এই শীতের আমেজ দীর্ঘস্থায়ী হবে না। জানা গেছে, শুক্র থেকে মঙ্গলবার সকাল অবধি শীত থাকলেও ওইদিন বেলা থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। যার ফলে তাপমাত্রার পারদ অনেকটাই উর্ধ্বমুখী হবে।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী রবিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে জম্মু-কাশ্মীরে। তবে তার আগেই উত্তর-পশ্চিম ভারতে শৈত্যের প্রবাহ তৈরি হবে। এই শীতল আবহাওয়া মধ্য ভারত পেরিয়ে পূর্ব ভারতে জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি তৈরি করবে। আগামী দু থেকে তিনদিনের মধ্যে মধ্য ভারতের রাজ্যগুলি যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে তাপমাত্রা ৩ ডিগ্রী থেকে ৫ ডিগ্রীতে নেমে যেতে পারে। সোমবার পর্যন্ত পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রী আর সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৯৫ শতাংশ।