পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ডহারবার থানার রত্নেশ্বরপুর এলাকার ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর থেকে উদ্ধার ১ জন মহিলার মুণ্ডহীন দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

- Sponsored -
ডায়মন্ড হারবার থানার পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। আপাতত ওই মহিলার পরিচয় জানা যায়নি। তবে ওই মহিলার পরিচয় জানতে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। আর গোটা বিষয়টি কিভাবে ঘটলো তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।