কৃষ্ণা নদীর জলবন্টনকে ঘিরে এবার শুরু হলো সংঘাত

Share

নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ কাবেরী নদীর পরে এবার কৃষ্ণা নদীর জলবণ্টনকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয়। আজ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডির সরকার জলবণ্টন বিবাদের সমাধান চেয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দীর্ঘদিন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত কৃষ্ণা নদীর জলের ভাগ নিয়ে এই তিনটি রাজ্যের মধ্যে বিবাদ। প্রায় দেড় দশক আগে জলবণ্টন বিবাদ নিরসনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার কণা টেপ কর্ণাটকের আলমাত্তি বাঁধের উচ্চতা ৫১০ মিটার থেকে বাড়িয়ে ৫২৪ মিটার করার অনুমতি দিয়েছিলেন। এই অনুমতি নিয়ে প্রথম থেকেই অন্ধ্রপ্রদেশের আপত্তি ছিল।


আর আলমাত্তি বাঁধের উচ্চতা বৃদ্ধির পরে শুখা মরসুমে অন্ধ্রপ্রদেশে প্রয়োজনীয় জল পাচ্ছে না বলেও অভিযোগ ওঠে। এদিন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারী আধিকারিকদের বৈঠকে স্থির হয়েছে যে, বর্তমান জলবণ্টন নীতি পুর্নমূল্যায়নের দাবীতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে। প্রসঙ্গত, কাবেরী নদীর জলবণ্টনের ক্ষেত্রেও অতীতে তামিলনাড়ু কর্নাটকের বিরুদ্ধে অতিরিক্ত জল টেনে নেওয়ার অভিযোগ তুলেছিল। পরে সুপ্রিম কোর্ট গঠিত ট্রাইব্যুনাল বিষয়টিতে হস্তক্ষেপ করে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930