নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের বাঁকা জেলার রাজাউন ব্লক এলাকার একটি সরকারী বিদ্যালয়ের মিড ডে মিলের মধ্যে থাকা টিকটিকি যুক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো ৯৩ জন পড়ুয়া।
সূত্রের খবর, মিড ডে মিল খেয়ে কোনো পড়ুয়া কোনো পড়ুয়ার পেটে যন্ত্রণা শুরু হয়। আবার কোনো কোনো পড়ুয়া বমি করতে শুরু করে। ফলে দ্রুত অসুস্থ পড়ুয়াদের রাজাউন ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।
জেলাশাসক অংশুল কুমার এই প্রসঙ্গে জানান, ‘‘খবর পাওয়া মাত্রই বিডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়। মিড ডে মিলে টিকটিকি পাওয়া যায়নি। যত বার স্কুলে মিড ডে মিল বানানো হয়, প্রতি বার প্রথমে রাঁধুনিরা ও শিক্ষকরা খান। এরপর তা পড়ুয়াদের দেওয়া হয়। আর আপাতত পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে কিভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।’’ বিহারের পাশাপাশি প্রায়শই পশ্চিমবঙ্গেও এই ধরণের ঘটনা ঘটায় মিড ডে ডিলের খাবার নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে।