ওয়েব ডেস্কঃ আধার কার্ডে ভুল সংশোধন করতে হলে মানুষকে নানা পদ্ধতি অবলম্বন করতে হয়। আর অনেক ক্ষেত্রে মানুষ তার ব্যস্ত সময়সূচী থেকে সময়ও বের করতে পারে না। তবে UIDAI (The Unique Identification Authority of India) এর নিয়ম অনুসারে আধার কার্ড পরিবর্তন করার জন্য ৪৪ ধরণের নথি গৃহীত হয়। তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো ব্যাংকের পাসবুক।
তাই এবার খুব সহজে ব্যাংকের পাসবুকের মধ্যে দিয়ে নিজের আধার কার্ড আপডেট করা যাবে। তবে এই ক্ষেত্রে ব্যাংকের পাসবুকে নিজস্ব ছবি এবং ব্যাংক আধিকারিকের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
UIDAI এর এই নিয়মে খুশী সাধারণ মানুষ। যার ফলে অনেকটাই উপকৃত হবেন তারা আর অত্যন্ত সহজেই আধার কার্ড আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন হবে।