মুর্শিদাবাদঃ গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউটাউনের হোটেল থেকে NIA (National Investigation Agency) আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে তিনি তাদের বাংলায় আল কায়দা যোগের অনুপ্রবেশ নিয়ে একাধিক বার্তা দেন। আর সেই নির্দেশ অনুযায়ী কাজ শুরু করে দিল NIA।
গতকাল NIA এর একটি দল বি.এস.এফ ও রাজ্য পুলিশ সহ মুর্শিদাবাদের জলঙ্গিতে গিয়ে বেশ কয়েকটি বাড়িতে জিজ্ঞাসাবাদ চালান। তারপর সেখান থেকে তারা একজনকে আটক করেছে।
NIA সূত্রে জানা গেছে, ধৃতের নাম শেখ জাহাঙ্গির। গত কয়েকমাস থেকে একাধিকবার হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ থেকে জেএমবি এবং আলকায়দা যোগে কয়েকজনকে আটক করেছেন তারা।
সীমান্তরক্ষী বাহিনীর উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন, “সীমান্তে প্রবেশ আটকাতে সমস্ত রকম ব্যবস্থা করতে হবে। যেহেতু বাংলায় নির্বাচন আসন্ন তাই উগ্রবাদী শক্তির আক্রমণ বাড়তে পারে তাই যাতে নাশকতামূলক ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষত মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা জেলার উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে”।