পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে ভোটের লাইনে দাঁড়িয়ে বোমার আঘাতে মৃত্যু হয়েছে ১ জন তৃণমূল কর্মীর। নিহতের নাম আনিসুর ওস্তাগর। বয়স ৫০ বছর। বাড়ি বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকায়। আনিসুর ফুলমালঞ্চ অঞ্চলের ওস্তাগর পাড়ার ৯২ নম্বর বুথের তৃণমূল প্রার্থী রোকেয়া ওস্তাগরের ভাইপো।
জানা গিয়েছে, এদিন তিনি ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলে ভোটগ্রহণ চলার সময় লাইনে দাঁড়িয়েছিলেন। ওই সময় আচমকা বোমা ছোঁড়া হলে আনিসুরের গায়ে বোমা লাগে। আর বাকি ভোটারেরা আতঙ্কে পালিয়ে যান। এই ঘটনায় স্থানীয় নির্দল প্রার্থীর দলবলের বিরুদ্ধে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু স্থানীয় তৃণমূল নেতারা আইএসএফের (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। তবে আইএসএফ এই ঘটনার কথা অস্বীকার করে জানায় এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল।
Sponsored Ads
Display Your Ads Here