রায়া দাসঃ কলকাতাঃ আগামীকাল দুপুরবেলা ৩টে আইসিএসইর দশম শ্রেণীর ও আইএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলপ্রকাশ হচ্ছে। এদিন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।
পরীক্ষার্থীরা সিআইএসসিইর ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবে। সিআইএসসিইর কেরিয়ার্স পোর্টালেও ফলাফল জানা যাবে। বিদ্যালয়গুলি ওই পোর্টাল থেকে ফলাফল জানতে পারবে। ওই পোর্টালে লগ ইন করার পর এগজামিনেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর মেনু বারে আইসিএসই অপশনে ক্লিক করতে হবে। আর ফলাফল জানার জন্য রিপোর্টস অপশনে ক্লিক করতে হবে। তারপর রেজাল্ট ট্যাবুলেশন অপশনে ক্লিক করতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
আর বিদ্যালয়গুলি ফলাফল সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য সিআইএসসিইর হেল্পলাইন নম্বর ১৮০০২০৩২৪২৪ এ যোগাযোগ করতে পারবে। পাশাপাশি [email protected]তে মেল করাও যাবে। আইসিএসইর দশম শ্রেণীর ফলাফল জানতে হলে আইসিএসই অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ একইরকম ভাবে আইএসসির দ্বাদশ শ্রেণীর ফলাফলও জানা যাবে। তারপর রেজাল্ট অপশনে গিয়ে ইউনিক আইডি এবং ইনডেক্স নম্বর দিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, চলতি বছরের ১৩ ই ফেব্রুয়ারী থেকে আইএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল। এছাড়া ২৭ শে ফেব্রুয়ারী থেকে আইসিএসইর দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here