বীরভূমঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের ঠিক আগের দিনই একটি চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজিত সমগ্র রাজ্য। শুক্রবার শান্তিনিকেতনে অমিত শাহের ছবির নীচে রবীন্দ্রনাথের ছবির স্কেচ দেখা গেলো। এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হতেই তুলে নেওয়া হলো এই ফেস্টুন।
রবিবার বোলপুরের শান্তিনিকেতনের জনসভায় আসছেন অমিত শাহ। সেই কারণে গোটা শান্তিনিকেতনজুড়ে ছেয়ে গিয়েছে অমিত শাহের ছবি। আর সেই ব্যানারেই অমিত শাহের ছবির নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের স্কেচ আবার তার ঠিক নিচেই অনুপম হাজরার ছবি। আর ব্যানারটির সৌজন্যে একটি সাংস্কৃতিক সংস্থার নাম রয়েছে।
ছবিটি সামনে আসতেই শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা কঠোর সমালোচনা শুরু করেন। এরপর দুপুরে অভিযোগ আর নিন্দার জেরে পরে তা সরিয়ে নেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু এই প্রসঙ্গে বিজেপিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আর তৃণমূল বলছে বাংলার সংস্কৃতি বিজেপি জানে না। বিদ্যাসাগরের পর ফের রবীন্দ্রনাথকে অপমানিত করল বিজেপি।তবে বিজেপি যতোই ঘটনাটিকে অস্বীকার করুক এই ঘটনাটিতে ক্ষুব্ধ বঙ্গবাসী।