নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রাজ্য সরকারী কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না পাওয়ায় তাদের একাংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজ শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা না হয়ে শুনানি পিছিয়ে ডিসেম্বর মাসে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোনো পক্ষই বক্তব্য পেশ করতে পারেনি।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে রাজ্য সরকারী কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার এই দাবী নিয়ে আন্দোলন করছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন। তবে পরবর্তীতে এই মামলা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছায়। ২০২২ সালে প্রথম এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে। প্রায় দেড় বছরের বেশী সময় কেটে গেলেও পূর্ণাঙ্গ শুনানি একবারও হয়নি। এর জেরে লক্ষ লক্ষ সরকারী কর্মচারী হতাশ হয়ে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্য সরকারী কর্মচারীদের একাংশের অভিযোগ, “৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেলেও এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। ফলে বঞ্চনার শিকার হতে হচ্ছে।” এদিকে সরকারী কর্মচারীদের একাংশের পাশাপাশি রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এদিন সেই মামলার শুনানি ছিল। কিন্তু শুনানি হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here