মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ দুপুরবেলা উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রাম স্টেশনের কাছ থেকে উদ্ধার ১ জন প্রাক্তন সেনাকর্মীর ছিন্নবিচ্ছিন্ন দেহ৷
স্থানীয় সূত্রে খবর, দমদম পুরসভার দশ নম্বর ওয়ার্ডে ওই প্রাক্তন সেনাকর্মীর বাড়ি থেকে স্ত্রী ও কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পরে ওই প্রাক্তন সেনাকর্মীর দেহ মধ্যমগ্রাম স্টেশনের কাছে পাওয়া গিয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা হলো ৪৮ বছর বয়সী গৌতম বন্দ্যোপাধ্যায়, ৪৪ বছর বয়সী দেবিকা বন্দ্যোপাধ্যায় এবং ১৯ বছর বয়সী মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌতমবাবু মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, তিনি দেবিকা দেবী ও দিশাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে মধ্যমগ্রাম স্টেশনের কাছে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন। তবে ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। আর পাশাপাশি জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে।