নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের গড়বেতার মায়তা অঞ্চলে বিজেপির স্থানীয় পোলিং এজেন্টকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এমনকি জল চাইলে মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। কিন্তু তৃণমূল বিজেপির তোলা অভিযোগকে অস্বীকার করেছেন।
গতকাল রাতেরবেলা ওই বিজেপি কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হলে জেলার বিজেপির নেতারা দেখতে যান। রাজ্য বিজেপির সহ সভাপতি শমিত দাস জানান, ‘‘তৃণমূলের লোকজন আমাদের কর্মীর থেকে পিকনিক করার জন্য টাকা চেয়েছিল। তবে ওই বিজেপি কর্মী খুব গরীব হওয়ায় টাকা দিতে পারেনি। ফলে এই ঘটনাটি ঘটে।
Sponsored Ads
Display Your Ads Here
আর তৃণমূল কর্মীরা মত্ত অবস্থায় ছিলেন। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এক জন অন্ত্যজ শ্রেণীর মানুষের মুখে প্রস্রাব করার মতো ঘৃণ্য ঘটনা আর কিছু হতে পারে না। এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটের তথা বিধায়ক অজিত মাইতি বলেন, ‘‘গড়বেতায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের সময় বা ভোটের দিন কোনো অশান্তি হয়নি। অশান্তি হওয়ার আশঙ্কায় বিজয় মিছিলের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছিল। আর নির্বাচন অনেক আগে শেষ হয়ে গিয়েছে। আজ বিজেপি আষাঢ়ে গল্প ফাঁদছে। এই গল্প ছড়িয়ে বিভিন্ন এলাকায় প্ররোচনা তৈরী করা হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here