নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ আজ তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হলো ৮ জনের। আর আহত হয়েছেন বেশ কয়েক জন।
সূত্রে খবর অনুযায়ী জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে, কারখানার একাংশ ভেঙে পড়ে। এমনকি কারখানা লাগোয়া একটি হোটেলও ভেঙে পড়েছে। আশপাশের চারটি বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই হোটেল ও বাড়িতে বেশ কিছু মানুষ আটকে পড়েছেন। বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে যে আট জনের মৃত্যু হয়েছে। তাদের দেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বারো জনকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরপর দমকল ও উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আর ক্ষতিগ্রস্ত হোটেল এবং বাড়িগুলিতে আটকে থাকা লোকজনকে উদ্ধার করেন। কিন্তু এই বিস্ফোরণ কি কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।