বর্ধমানঃ শিক্ষাপ্রতিষ্ঠান এমন একটি কেন্দ্র যেখানে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান অর্জন করতে আসে। আর এই শিক্ষাপ্রতিষ্ঠানই যদি তৈরি হয় নিম্নমানের সামগ্রী দিয়ে তবে তার মতো খারাপ আর কি হতে পারে!!
পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাড়াতল ২ পঞ্চায়েতের ইলামপুর গ্রামের ব্রাহ্মন পাড়ায় একটি শিশুশিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছিল। কিন্তু শিশুশিক্ষা কেন্দ্রটি অত্যন্ত নিম্ন মানের সিমেন্ট সহ আনুষঙ্গিক সামগ্রী দিয়ে বানানো হচ্ছিল। যা দেখার পরেই গ্রামবাসীরা একজোট হয়ে শিশুশিক্ষা কেন্দ্রের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ করে দিল।
এই বিষয়ে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, এই প্রকল্পের কাজের জন্য যে সরকারী সিডিউল আছে তা প্রকাশ্যে আনতে হবে। যদি প্রশাসন পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে যথাযথ ভাবে শিশুশিক্ষা কেন্দ্র তৈরির ব্যবস্থা না করে তাহলে আর কোনো কাজ করতে দেওয়া হবে না বলে গ্রামবাসীরা হুঁশিয়ারিও করেছেন।
গ্রামবাসীদের এই ক্ষোভ-বিক্ষোভের কথা জানার পরেই নড়ে চড়ে বসেছেন ব্লক প্রশাসনের কর্তারা। তারপরই এই বিষয়টি প্রশাসনিক কর্তারা পুরোপুরিভাবে খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন।