নিউজ ডেস্কঃ আজ জয় শাহ টুইটের মাধ্যমে এশিয়া কাপের সূচী ঘোষণা করলেন। এশিয়া কাপে মোট ছ’টি দল খেলবে। মোট তেরোটি ম্যাচ ৫০ ওভারে খেলা হবে। প্রতিটি ম্যাচ ভারতীয় সময় দুপুর ১ টা ৩০ মিনিট থেকে শুরু হবে৷
প্রথম ম্যাচেই পাকিস্তানের বাবর আজমেরা নেপালের বিরুদ্ধে মুলতানের মাঠে খেলবেন। ২ রা সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কায় হবে। আর ৪ ঠা সেপ্টেম্বর ভারত-নেপাল ম্যাচ হবে। এশিয়া কাপে ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here
ভারতের গ্রুপে নেপাল ও পাকিস্তান রয়েছে। অন্য গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান রয়েছে। ৩১ শে আগস্ট বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। আর ৩ রা সেপ্টেম্বর বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে লাহোরে খেলবে। সবশেষে ৫ ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা আফগানিস্তানের বিরুদ্ধে লাহোরে খেলবে।
Sponsored Ads
Display Your Ads Here
গ্রুপ পর্ব থেকে চারটি দল সুপার ফোরে উঠবে। ওই পর্বের প্রথম চারটি ম্যাচ লাহোরে হয়ে বাকি সব ম্যাচ কলম্বোতে হবে। আর ১৭ ই সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল শ্রীলঙ্কার কলম্বোতে হবে। জয় শাহ সূচী জানিয়ে টুইট করে লেখেন, “আমি এশিয়া কাপের সূচী ঘোষণা করতে পেরে গর্বিত।”
Sponsored Ads
Display Your Ads Here