নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীগড়ঃ গতকাল চণ্ডীগড়ের পটীয়লার উধম সিংহ নগরের একটি বাড়ির একতলা থেকে উদ্ধার মা-ছেলের রক্তাক্ত দেহ। মা ৫০ বছর বয়সী যশবীর কৌর ও ছেলে ২৭ বছর বয়সী হরবিন্দ্র সিংহ ওরফে জগ্গু।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা খুলতে না পেরে মহিলার স্বামী পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখেন, যশবীর এবং হরবিন্দ্রের ক্ষত-বিক্ষত দেহ পড়ে রয়েছে। আর ঘরে কুলার চলছে। মৃতদেহগুলি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ছাদ দিয়ে পালিয়ে গিয়েছে। এরপর ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেন। এর পাশাপাশি এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে ঘরের কোনো জিনিস খোয়া না যাওয়া থেকে ধারণা করা হচ্ছে যে, অভিযুক্তরা খুন করতেই ঘরে ঢুকেছিল।