পিঙ্কি পালঃ মুসৌরিতে বিবেক অগ্নিহোত্রীর “দা কাশ্মীর ফাইলস” ছবির শ্যুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপর সাথে সাথে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিত্সাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, পাকস্থলীতে সংক্রমণের জেরেই অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। তাঁর এই অবস্থার জন্য আপাতত শ্যুটিং বন্ধ রাখা হয়েছে।
ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান, “পেটে ব্যথা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। তিনি কাজ শেষ করার লক্ষ্যেই স্থির ছিলেন। প্রথমে কাউকে কিছু বুঝতে দেননি চুপচাপ কাজ করছিলেন। আর তাঁর এই গুণেই তিনি সুপারস্টার হন। এমনকি তিনি শরীর খারাপ অবস্থাতেই জানতে চান শ্যুটিং এর কোনো ক্ষতি হয়েছে কিনা”
তবে বর্তমানে তাঁর অবস্থা স্বাভাবিক। পেটে ইনফেকশন থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি বিশ্রামেই আছেন। তাঁর অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই ফ্যানেরা উদ্বিঘ্ন হয়ে পড়েন। তবে পরিচালক সূত্রে জানা যায় আবার তিনি খুব তাড়াতাড়ি শ্যুটিং এ ফিরবেন। যা শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়ল তাঁর প্রিয় ভক্তদের মনে।