অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার নিয়োগ দুর্নীতির মামলায় নয়া মোড়। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ ইডিকে (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নির্দেশ দিয়েছেন, ২১ শে সেপ্টেম্বরের মধ্যে লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সকল ডিরেক্টরের সম্পত্তির পরিমাণ জানাতে হবে। আর সংস্থার সম্পত্তির খতিয়ানও পেশ করতে হবে।
এমনকি সংস্থার নথিভুক্তকরণের (রেজিস্ট্রেশন) তারিখ সহ সংগঠনের স্মারকলিপি জমা করতে হবে। এছাড়া নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে যে সব টলিউডের অভিনেতা-অভিনেত্রীর নাম উঠে এসেছে, সেই সকল অভিনেতা-অভিনেত্রীর নাম সহ তাদের সম্পত্তির বিবরণ জানাতে হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুজয়কৃষ্ণ ওরফে ‘কালীঘাটের কাকু’ গ্রেফতার হওয়ার পরেই ইডি লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার দপ্তরে ম্যারাথন তল্লাশি চালায়।
Sponsored Ads
Display Your Ads Here
এই তল্লাশির পর সংস্থার বেশ কিছু নথি হাতে এসেছে। যেখানে সুজয়ের সংস্থা এসডি এন্টারপ্রাইজের সাথে লিপ্স অ্যান্ড বাউন্ডসের লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। ইডি চার্জশিটে দাবী করেছে, “২০২০-২১ সালের মধ্যে এই এসডি এন্টারপ্রাইজের সাথে লিপ্স অ্যান্ড বাউন্ডসের ৯৫ লক্ষ ১ হাজার টাকা লেনদেন হয়েছে। পাশাপাশি কবে কত টাকা লেনদেন, তাও এই চার্জশিটে তুলে ধরা হয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here