এক ঝলকে দেখে নিন মাধ্যমিকের প্রথম দশের তালিকা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। রইল সবিস্তার মেধাতালিকা।

মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ । যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় হয়েছে এক জন। প্রথম দশে কোন কোন পড়ুয়া রয়েছে কোন স্কুল থেকে, তাদের প্রাপ্ত নম্বর-সহ একটি তালিকা প্রকাশ করা হল।

প্রথমঃ উত্তর দিনাজপুরের আদৃত সরকার । তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ । রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়।

দ্বিতীয়ঃ অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ। প্রাপ্ত নম্বর ৬৯৪।

সৌম্য পাল। বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৯৪।

তৃতীয়ঃ ঈশানী চক্রবর্তী। বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯৩।

চতুর্থ স্থানঃ মহঃ সেলিম। নিরোল উচ্চ বিদ্যালয়, পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর ৬৯২।

সুপ্রতীক মান্না। কন্টাই মডেল ইনস্টিটিউট। প্রাপ্ত নম্বর ৬৯২।

পঞ্চম স্থানঃ সিঞ্চন নন্দী। গৌরহাটি হরদাস ইনস্টিটিউট, হুগলি। প্রাপ্ত নম্বর ৬৯১।

চৌধুরী মহঃ আসিফ। কামারপুকুর আরকে মিশন মাল্টিপারপাস স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯১।

দীপ্তজিৎ ঘোষ। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন, হুগলি। প্রাপ্ত নম্বর ৬৯১।

সোমতীর্থ করণ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯১।

ষষ্ঠ স্থানঃ অউন্চ‌ দে। ফালাকাটা উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯০।

জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৯০।

রুদ্রনীল মাসন্ত। গোরাসোলে মুরলীধর হাই স্কুল, বাঁকুড়া। প্রাপ্ত নম্বর ৬৯০।

অঙ্কন মণ্ডল। টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯০।

অভ্রদীপ মণ্ডল। সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়।

প্রাপ্ত নম্বর ৬৯০।

সপ্তম স্থান:

১) দেবার্ঘ্য দাস। ফালাকাটা উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

২) অঙ্কন বসাক। গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

৩) অরিত্রা দে। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

৪) দেবাদ্রিতা চক্রবর্তী। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৯।

৫) সৌরীন রায়। অমরগড় উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৯।

অষ্টম স্থান:

১) অনির্বাণ দেবনাথ। তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

২) সত্যম সাহা। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৩) আসিফ মেহবুব। জয়েনপুর উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৪) মোঃ ইনজামাম উল হক। টার্গেট পয়েন্ট (আর) স্কুল উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৫) সৃজন প্রামাণিক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৬) অরিত্র সাহা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৭) শুভ্রা সিংহ মহাপাত্র। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৮) অরিজিৎ মণ্ডল। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। প্রাপ্ত নম্বর ৬৮৮।

৯) স্পন্দন মৌলিক। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১০) শ্রীজয়ী ঘোষ। নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১১) পাপড়ি মণ্ডল। বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১২) সৌপ্তিক মুখোপাধ্যায়। কংসাবতী শিশু বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১৩) উদিতা রায়। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১৪) অরিত্র সাঁতরা। মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১৫) পুষ্পক রত্নম। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

১৬) অবন্তিকা রায়। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৮।

নবম স্থান:

১) দেবাঙ্কন দাস। তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

২) মৃন্ময় বসাক। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৩) অনীক সরকার। বালুরঘাট হাইস্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৪) অরিত্রী মণ্ডল। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৫) দিশা ঘোষ। দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৬) ময়ূখ বসু। কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৭) পরমব্রত মণ্ডল। বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

৮) অয়ান নাগ। কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

) অঙ্কুশ জানা। বেলদা গঙ্গাধর একাডেমি। প্রাপ্ত নম্বর ৬৮৭।

১০) দ্যুতিময় মণ্ডল। বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন প্রাপ্ত নম্বর ৬৮৭।

১১) ঐশিক জানা। কন্টাই মডেল ইনস্টিটিউট। প্রাপ্ত নম্বর ৬৮৭।

১২) প্রোজ্জ্বল দাস। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৬৮৭।

১৩) অনীশ দাস। প্রফুল্ল নগর বিদ্যামন্দির। প্রাপ্ত নম্বর ৬৮৭।

১৪) তানাজ সুলতানা। জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

দশম স্থান:

১) কৌস্তভ সরকার। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৬৮৬।

২) আমিনা বানু। মোজামপুর গার্লস হাই স্কুল। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৩) উবে সাদাফ। সুজাপুর উচ্চ বিদ্যালয়। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৪) প্রিয়ম পাল। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৫) তুহিন হালদা। বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৬) দেবায়ন ঘোষ। কোটাসুর উচ্চ বিদ্যালয়। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৭) এসকে আরিফ মণ্ডল। গিরিজোর সাঁওতাল উচ্চ বিদ্যালয়। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৮) সম্যক দাস। নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

৯) স্বাগত সরকার। কাসেমনগর বিএনটিপি গার্লস হাই স্কুল। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১০) অয়ন্তিকা সামন্ত। চিলাডাঙ্গী রবীন্দ্র বিদ্যাবীথি। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১১) সমন্বয় দাস। তমলুক হ্যামিলটন উচ্চ বিদ্যালয় (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১২) বিশ্রুত সামন্ত। ধন্যশ্রী কে.সি. উচ্চ বিদ্যালয়। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১৩) সায়ন বেজ। পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১৪) সোহম সাঁতরা। মহিষাদল রাজ উচ্চ বিদ্যালয়। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১৫) শৌভিক দিন্দা। সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

১৬) রাহুল রিক্তিরাজ। মজিলপুর জে.এম. ট্রেনিং স্কুল। (প্রাপ্ত নম্বর ৬৮৬)।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram