রাজ খানঃ বর্ধমানঃ নির্বাচনের ফলাফল প্রকাশের পরই মৃত্যু হলো ১ জন তৃণমূল কর্মীর। মৃতের নাম গণেশ মালিক। বয়স ৬১ বছর। বর্ধমানের রায়না থানার সমসপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতরা সকলে তৃণমূল কর্মী বলে দাবী পরিবারের।
মৃতের পরিবারে তরফে অভিযোগ ওঠে, গতকাল ভোটের ফলাফল শুনে বাড়ি ফেরার পথে আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা কয়েকজন তৃণমূল কর্মীর উপর লাঠি, রড ও তরোয়াল নিয়ে আক্রমণ করে। তখন তাদের বাঁচাতে গেলে গণেশ মালিককেও আক্রমণ করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার কথা জানতে পেরে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই আশঙ্কাজনক অবস্থায় আহত গণেশ মালিক সহ পাঁচ জনকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই গণেশ মালিকের মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=tWFeH6cLBmM
তৃণমূলের পক্ষ থেকে দাবী করা হয়, বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরাই তৃণমূলের জয় মেনে নিতে না পেরে এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপির তরফ থেকে এই দাবী অস্বীকার করা হয়েছে। তাদের তরফে পাল্টা দাবী জানানো হয় যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ দোষীদের খোঁজে তল্লাশী শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশী টহল।