অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা বিমানবন্দর থেকে মহামূল্যবান পরমাণু বোমা তৈরীর উপকরণ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে ধৃতরা হুগলীর বাসিন্দা।
তদন্ত আধিকারিকদের সূত্রে জানা যায়, ওই দুই যুবকের কাছ থেকে কালো ধাতব রঙের পাথরগুলি উদ্ধার হওয়ায় বিমানবন্দরে আটকানো হয়। প্রথমে পাথরগুলি আসলে কি তা বুঝতে কিছুটা বেগ পেতে হয়। কিন্তু ওই দুই যুবককে চাপ দিতেই জানা গিয়েছে ওই পাথরগুলি তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম।
ইতিমধ্যে সিআইডির তদন্তকারী আধিকারিকরা উদ্ধার হওয়া পাথরগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে পাথরগুলি সত্যিই পরমাণু তৈরীর উপাদান কিনা তা জানতে গবেষণাতেও পাঠানো হয়েছে। এছাড়া পাথরগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত বিশ্বের অন্যতম মূল্যবান পাথরগুলির মধ্যে একটি। ১ গ্রাম এই ক্যালিফোর্নিয়ামের দাম ১৭ কোটি টাকা। ধৃত ওই দুই যুবকের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম পাওয়া গিয়েছে। যার দাম প্রায় ৪২৫০ কোটি টাকা। বিপুল মূল্যের এই পাথর ভারতে পাওয়া যায় না।
পরমাণু বোমা তৈরীর উপকরণ হিসাবেও এই তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়ামকে ব্যবহার করা হয়। পাশাপাশি ক্যান্সারের চিকিত্সার ক্ষেত্রেও ব্যবহার হয়। এমনকি বিস্ফোরক চিহ্নিত করার যন্ত্রেও কাজে লাগে।
তদন্তকারীরা মনে করছেন যে, “এই ঘটনার পিছনে বড়ো কোনো চক্র থাকতে পারে। এই ঘটনার পর থেকেই বিমানবন্দরে চেকিং ও নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে”।