অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কুঁদঘাটে পাম্প হাউসে ১১৪ নম্বর ওয়ার্ডে পাইপ লাইনের কাজের সময় ম্যানহোলে আটকে পড়ে চারজন লেবার।
জানা যায়, প্রথমে একজন আটকে পড়ে। সে যখন আটকে পড়ে ভেতর থেকে চেঁচামেচি শুরু করে তখন তাকে উদ্ধার করতে গিয়ে আরো তিনজন আটকে পড়ে। ফলে মোট চারজন ম্যানহোলে আটকে যায়।
https://www.youtube.com/watch?v=9VtjJk0KIaQ&feature=youtu.be
Sponsored Ads
Display Your Ads Hereখবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট ফায়ার বিগ্রেড এসে তাদের আশঙ্কাজনকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়াও ঘটনাস্থলে সহ ডিএমজিও উপস্থিত হন। আহত চার জনের মধ্যে দু’জনকে বাঘাযতীন হাসপাতালে এবং অপর দু’জনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।