ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার কানসাসে শিকার করতে বেরিয়ে পোষা কুকুরের হাতে নিজেই শিকার হলেন ৩০ বছর বয়সী ১ জন যুবক।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই যুবক একটি গাড়িতে চেপে শিকার করতে বেরিয়েছিলেন। গাড়ির পিছনের সিটে পোষা কুকুর ও বন্দুক সহ শিকারের যাবতীয় সরঞ্জাম ছিল। কিন্তু তার পোষা কুকুরের পা ওই ক্যানাইন রাইফেলের ট্রিগারে লাগতেই বন্দুক থেকে গুলি ছিটকে গিয়ে ওই যুবকের পিঠে লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এই ঘটনায় সমগ্র বিষয়টির তদন্ত চলছে। কিন্তু প্রাথমিক তদন্তের পর পুলিশ অনুমান করেছেন যে, দুর্ঘটনাবশত ওই যুবকের মৃত্যু হয়েছে। এদিকে ওই ঘাতক কুকুরটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পশু কেন্দ্রে পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code