স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ গঙ্গার ভাঙনের থেকেও জোড়ে ভাঙছে তৃণমূল পার্টি। আজ নদীয়ার ফুলিয়ায় টাউনশিপ অঞ্চলের শতাধিক তৃণমূল কর্মী নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সদস্য শেখর চ্যাটার্জী ও সৌমেন মূর্তির নেতৃত্বে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। সাংসদ জগন্নাথ সরকার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন।
আজ ৩ রা মার্চ সাতসকালে সাংসদ জগন্নাথ সরকারের শান্তিপুরের বাড়িতে ফুলিয়া টাউনশিপ থেকে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সহ প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেসের সদস্য শেখর চ্যাটার্জী এবং বুথ সভাপতি সৌমেন মুর্তি সাংসদ জগন্নাথ সরকারের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন।
Sponsored Ads
Display Your Ads Hereসেখানে শেখর চ্যাটার্জী জানান, “বর্তমানে তৃণমূল কংগ্রেসে গোটা দল অপশাসনে ভরে গিয়েছে, সেখানে থেকে মানুষের জন্য কাজ করা যায় না তাই আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে আর মানুষের জন্য কাজ করতে বিজেপিতে যোগদান করছি”।
এই প্রসঙ্গে সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, “যত দিন যাবে ততই ভারতের প্রধানমন্ত্রী মোদিজীর কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে সব দলের মানুষই এক পতাকার তলায় আসবে”।