সুজয় খানঃ হুগলীঃ হুগলীর আরামবাগ বিধানসভার সুভয় পুর হরিজন প্রাইমারী বিদ্যালয়ে তৃণমূলের এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়।
https://www.youtube.com/watch?v=gUwaA2PvvWs
বিজেপি মহিলা সমর্থকেরা কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূলের পোলিং এজেন্টের উপরে চড়াও হয়। এরপর তারা টেনে হেঁচড়ে নিয়ে মারধর করে তৃণমূলের এজেন্টকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Hereবিজেপির মহিলা সমর্থকরা সামনে এসে বিদ্যালয়ের ভিতরে চড়াও হয়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও সেরকম কিছু নিরাপত্তা দিতে পারেনি। দীর্ঘক্ষণ ধরে এই সমস্যা চলে। তারপরে তৃণমূলের এজেন্টকে প্রশাসন এই কেন্দ্র থেকে নিয়ে চলে যায়।