এবার কমনওয়েলথেও সোনা জিতলেন পিভি সিন্ধু

ব্যুরো নিউজঃ এবার ভারতের পিভি সিন্ধু কানাডার মিশেল লিকে কমনওয়েলথের ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়ে মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতলেন। অর্থাৎ বার্মিংহাম গেমস থেকে ভারতকে ১৯ তম সোনার পদক এনে দিলেন। ২০১৪ সালে বিশ্বের ১৩ নম্বর মিশেল গ্লাসগোয় আয়োজিত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন। কিন্তু মিশেলের কাছে সিন্ধুর মতো অলিম্পিক্স পদক নেই। ফাইনালের শুরু থেকে দুই […]