মুর্শিদাবাদে বিএসএফের কাছে প্রাণ ভিক্ষার কাতর আর্জি গ্রামবাসীদের

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের সুতি থেকে ধুলিয়ান সর্বত্রই উত্তপ্ত। তবে এবার বিএসএফ সামশেরগঞ্জে রুট মার্চ শুরু করে দিল। সামনে রাজ্য পুলিশ রয়েছে। এরইমধ্যে গ্রামবাসীদের ‘‘বাঁচান আমাদের, আমরা আর পারছি না’’, এই বলে বিএসএফের কাছে হাতজোড় করে কাতর আর্জি করতে দেখা গেল। রাষ্ট্রপতি শাসনেরও দাবি তুলছেন গ্রামবাসীদের অনেকে। মূলত জাফরাবাদ, লক্ষ্মীমন্দির-সহ একাধিক অংশ এখন তপ্ত হয়ে […]