প্যারালিম্পিকে ভারতের মুকুটে যুক্ত হলো চতুর্থ স্বর্ণ পদক

ব্যুরো নিউজঃ টোকিওঃ টোকিওয় অনুষ্ঠিত প্যারালিম্পিকে ভারতের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত। ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের SL3 ক্লাসের ফাইনালে প্রমোদ ভগত সোনা জিতলেন। স্ট্রেট সেটে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ভারতের ঝুলিতে চতুর্থ সোনার পদক আসলো। একই ইভেন্টে আরেক ভারতীয় শাটলার মনোজ সরকার ব্রোঞ্জ জিতলেন। এদিন ম্যাচের শুরু থেকেই প্রমোদ ব্রিটিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন। প্রথম সেটটি ২১-১৪ ফলে […]