মাত্র একটি ডোজেই নিরাময় হবে এইডসের মতো দূরারোগ্য ব্যাধি

ব্যুরো নিউজঃ ক্যানসারের পর এবার গবেষকরা এইচআইভিকে (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসকে) কাবু করার চাবিকাঠি হাতে পেলেন। যা স্ত্যি আশার আলো। সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধিৎসু বিজ্ঞানী দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর একটি ভ্যাক্সিন বানিয়েছেন। যার একটি মাত্র ডোজ এইডস আক্রান্তকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে। আপাতত এই ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ। এইচআইভি নির্মূলে ভ্যাক্সিনটি দারুণ […]