এই প্রথম চালু হলো মুখে নেওয়ার করোনা টীকা

ব্যুরো নিউজঃ চীনঃ করোনা সংক্রমণ আটকাতে বিশ্বের মধ্যে প্রথম মুখে নেওয়ার করোনা টীকা চালু করল চীন। গতকাল ওই দেশের বাণিজ্য নগরী শাংহাইতে এই নয়া ভ্যাক্সিনেশন কর্মসূচী শুরু হয়েছে। সরকারের দেওয়া তথ্য জানাচ্ছে, ইতিমধ্যেই যারা দু’টি টীকা নিয়েছেন, প্রথম পর্যায়ে তাদের ‘বুস্টার’ হিসাবে মুখে নেওয়ার টীকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে প্রাথমিক ধাপের ভ্যাক্সিনেশনের জন্যও এই […]