টানা ৪১ বছরের প্রতীক্ষার পর ব্রোঞ্জ জয়ী ভারত

ব্যুরো নিউজঃ টোকিওঃ দীর্ঘদিনের প্রত্যাশার পর একটানা ৪১ বছরের তীব্র খরা কাটিয়ে এবার পুরুষ হকি দল অলিম্পিকে দেশকে পদক এনে দিল। ভারতীয় পুরুষ হকি দল প্রতিপক্ষ জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন। দলগত ইভেন্ট হলেও টোকিও অলিম্পিকে এটি ভারতের চতুর্থ পদক। যদিও এদিন ভারত খেলার শুরুতেই ১-৩ গোলে পিছিয়ে ছিল। কিন্তু দ্বিতীয় কোয়ার্টার থেকে ঘুরে […]