কোভিডের নয়া উপরূপ নিয়ে এবার উদ্বেগ ছড়ালো রাজধানীতে

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার দিল্লিতেও কোভিডের নয়া উপরূপ জেএন.১ চলে এসেছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানান, “এক জন ব্যক্তির দেহে করোনার এই নয়া উপরূপের খোঁজ পাওয়া গিয়েছে। তবে দিল্লিবাসীকে এই উপরূপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।” আর দিল্লীতে করোনার নয়া উপরূপের খোঁজ পাওয়া যেতেই এমস একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। এমসের অধিকর্তা বিভিন্ন বিভাগীয় […]