কমনওয়েলথ গেমসের পর নিখোঁজ ২ বক্সার

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ সোমবার কমনওয়েলথ গেমস শেষ হয়েছে। এরপর থেকেই পাকিস্তানের দুই জন বক্সার নিখোঁজ হয়ে গেছেন। পাকিস্তান বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানান, “পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার দু’ঘণ্টা আগে নাজির উল্লাহ ও সুলেমান বালোচ নিখোঁজ হয়ে যান। ফেডারেশনের যে কর্তারা বার্মিংহাম গিয়েছিলেন তাদের কাছেই নাজির এবং সুলেমানের পাসপোর্ট ও যাবতীয় নথি রয়েছে।” ইতিমধ্যেই দলের তরফ […]