ঈশ্বরের আশীর্বাদ পেতে জ্বলন্ত কয়লার উপর হাঁটলেন বিজেপির জাতীয় মুখপাত্র

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার পুরী জেলায় ‘ঝামু যাত্রা’ নামে একটি স্থানীয় উৎসব চলছে। এবার ঈশ্বরের আশীর্বাদ পেতে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রকে ওই উৎসবে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে দেখা গেল। ইতিমধ্যে এই ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছেন। যা দেখে স্তম্ভিত সকলে। সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল ওই উৎসবে সম্বিত পাত্র গিয়েছিলেন। ওই স্থানে […]