ভুয়ো মার্কশিট বিক্রির অপরাধে গ্রেফতার ৪ জন

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মধ্য মুম্বইয়ের শহরতলি চেম্বুর এলাকায় রাস্তায় দশম ও দ্বাদশ শ্রেণীর ভুয়ো মার্কশিট বিক্রি হচ্ছে। যার এক-একটির দর চার হাজার টাকা ছিল। এই ঘটনায় মুম্বই পুলিশের হাতে চার জন গ্রেফতার হয়েছেন। পুলিশ জানা গিয়েছে, ওই এলাকায় চার জন অভিযুক্ত চার হাজার টাকা করে দশম এবং দ্বাদশের এক-একটি ভুয়ো মার্কশিট বিক্রি করছিলেন৷ ফলে মুম্বই […]