বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হলো ১ বিধায়ককে

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ বিহার বিধানসভায় রামনবমীর অশান্তি নিয়ে আলোচনায় বিজেপি বিধায়ক জীবেশ কুমার বিতর্কিত কথা বলার পাশাপাশি বিহারের শাসককে রাজ্যের অশান্তি নিয়ন্ত্রণে অক্ষম বলেও দোষারোপ করায় বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়। সাদা পোশাক পরিহিত চার জন মার্শাল জীবেশ কুমারকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার সময় ওই বিধায়ক চিৎকার করে জানান, ‘‘বিরোধীদের সঙ্গে […]