Reading Mode

চয়ন রায়ঃ কলকাতাঃ অত্যাধুনিক Machineries এর মাধ্যমে অত্যন্ত যত্ন সহকারে সঠিক treatment এর জন্য কলকাতার বুকে গড়ে উঠেছে Red Plus Nursing Home. স্বাস্থ্যসাথীর পাশাপাশি নুন্যতম সাধ্যের মধ্যে এখানে treatment এর ব্যবস্থা রয়েছে।

এখানে Orthopedic, Gynaecology, Nephrology, General Surgery সহ উন্নতমানের Eye ও Dental department রয়েছে। পাশাপাশি এদিন Doctor’s Day উপলক্ষ্যে এই প্রতিষ্ঠানে বিভিন্ন অভিজ্ঞ Doctors দের উপস্থিতিতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠানের কর্ণধার DR. Apurba Sinha-র উদ্যোগে এখানে Nursing Home এর সাথে সাথে Paramedical College এবং Nursing Institute ও প্রতিষ্ঠিত হয়েছে।