Indian Prime Time
True News only ....

কম খরচে আধুনিক চিকিৎসার যথাযথ ঠিকানা Ramakrishna Medical Centre

চয়ন রায়ঃ বীরভূমঃ সবুজে ঘেরা পরিবেশে সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার্থে DR. Syamol Rakhsit এর সুপ্রচেষ্টায় শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয়েছে Ramakrishna Medical Centre. এখানে রাজ্য সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী কার্ড সহ E.S.I.C ও বিভিন্ন কোম্পানীর Mediclaim এর মাধ্যমে treatment এর সুযোগ আছে।

এখানে Experience Doctor এর মাধ্যমে treatment এর পাশাপাশি এখানে Modular OT, ICU, CT Scan, Dialysis unit রয়েছে। অন্যদিকে, এই Hospital এ Patients দের সুস্বাস্থ্যের জন্য তাদের খাবারের তালিকায় থাকা মাছ, ডিমের পাশাপাশি organic শাক-সব্জিও দেওয়া হয়ে থাকে।

Get real time updates directly on you device, subscribe now.