Nursing এর মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গড়ে উঠেছে Meditech Nursing Institute
চয়ন রায়ঃ বর্ধমানঃ সবুজের স্নিগ্ধ ছোঁয়ায় আধুনিক পরিকাঠামো সহ সুসজ্জিত ল্যাব, লাইব্রেরী ও অভিজ্ঞ Faculty র মাধ্যমে Nursing course কে students দের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছে Meditech Nursing Institute. এখানে মূলত B.SC ও G.NM course করানো হয়।
এছাড়া এই Nursing Institute এর পাশাপাশি এই প্রতিষ্ঠানের Meditech Hospital ও আছে। যেখানে অত্যন্ত যত্নসহকারে high quality infrastructure এর মাধ্যমে ENT, Cardiac, Laparoscopy, Urology, Oncology, Neurology, Nephrology, Gynecology, Plastic Surgery, Pediatrics Surgery, Maxillo Facial Surgery, Breast & Plastic Surgery, Orthopedic & Joint Surgery করা হয়।