Indian Prime Time
True News only ....

Nursing এর মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে গড়ে উঠেছে Meditech Nursing Institute

চয়ন রায়ঃ বর্ধমানঃ সবুজের স্নিগ্ধ ছোঁয়ায় আধুনিক পরিকাঠামো সহ সুসজ্জিত ল্যাব, লাইব্রেরী ও অভিজ্ঞ Faculty র মাধ্যমে Nursing course কে students দের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয়েছে Meditech Nursing Institute. এখানে মূলত B.SC ও G.NM course করানো হয়।

এছাড়া এই Nursing Institute এর পাশাপাশি এই প্রতিষ্ঠানের Meditech Hospital ও আছে। যেখানে অত্যন্ত যত্নসহকারে high quality infrastructure এর মাধ্যমে ENT, Cardiac, Laparoscopy, Urology, Oncology, Neurology, Nephrology, Gynecology, Plastic Surgery, Pediatrics Surgery, Maxillo Facial Surgery, Breast & Plastic Surgery, Orthopedic & Joint Surgery করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.