Hostel facility সহ GNM course এর অন্যতম ঠিকানা Manbhum Institute of Nursing & Medical Science

Share

চয়ন রায়ঃ পুরুলিয়াঃ একসময় পুরুলিয়া ছিল রাজ্যের পিছিয়ে থাকা জেলার মধ্যে অন্যতম একটি জেলা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই জেলাও শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নত হয়েছে। আর পড়ুয়ারাও যথাযথ শিক্ষার মাধ্যমে সাবলম্বী হয়ে উঠেছে। এক্ষেত্রে West Bengal Nursing Council অনুমোদিত Manbhum Institute of Nursing & Medical Science সেই পিছিয়ে পড়া সমাজকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেছে।

এই Nursing Institute আধুনিক পরিকাঠামোর দ্বারা গড়ে উঠেছে। এখানকার অত্যাধুনিক Lab, Library পড়ুয়াদের শিক্ষণের মাত্রাকে যথেষ্ট উন্নত করে তুলেছে। পাশাপাশি পড়ুয়াদের এই প্রতিষ্ঠানের নিজস্ব Hospital সহ অন্যান্য Hospital এ হাতেকলমে কাজ শেখার সাথে সাথে তাদের ভবিষ্যৎ -এ সাবলম্বী হয়ে উঠতে সম্পূর্ণ সুযোগ এনে দিয়েছে।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031