Indian Prime Time
True News only ....

রাতের আকাশে স্পষ্ট ভাবে দেখা যাবে গ্রহরাজকে

- Sponsored -

- Sponsored -

নিউজ ডেস্কঃ সাধারণ ভাবে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব ৯৬ কোটি কিলোমিটার। কিন্তু আজ রাতেরবেলা পৃথিবী ও বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে ৫৮ কোটি কিলোমিটার হয়েছে। ফলে সৌরজগতের বৃহত্তম গ্রহকে কলকাতার আকাশে খালি চোখেই উজ্জ্বল ভাবে দেখা যাবে।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, “শুধু ২৬ শে সেপ্টেম্বর নয়, তার আগে এবং পরে বেশ কিছু দিন রাতেরবেলা বৃহস্পতিকে আকাশে স্পষ্ট ভাবে দেখা যাবে। কিন্তু এদিন রাতেরবেলাই সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যাবে।”

- Sponsored -

- Sponsored -

হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয়ের কর্ণধার প্রদীপ দাস জানান, “বৃহস্পতির যুতিকাল ৩৯৯ দিন। প্রতি ৩৯৯ দিন ছাড়া গ্রহটির সৌরসংযোগ ও প্রতিযোগ হয়। এটি প্রতিযোগের সময়। আর প্রতিযোগের সময় বৃহস্পতি সূর্যের উল্টো দিকে আকাশে থাকায় সন্ধ্যাবেলা পূর্ব দিকে উদিত হয়।

তখনই বৃহস্পতিকে ভালো করে দেখা যায়। এখন প্রতিযোগের অবস্থানে রয়েছে। এদিন গভীর রাতেরবেলা প্রতিযোগে আসবে। সেই সাথে নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবী এবং বৃহস্পতি গ্রহ ৫৯ বছর পরে এতোটা কাছাকাছি এসেছে।”

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored

- Sponsored