নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার চ্যাটার্জিহাট ২২ বাই ২ নন্দলাল মুখার্জি লেনে একটি বহুতল আবাসনের নীচ তলা থেকে উদ্ধার এক দম্পতির মৃতদেহ। যাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র এক চাঞ্চল্য তৈরী হয়েছে। ওই দম্পতি বহুতল আবাসনটিতে ভাড়া থাকতেন। মৃত দম্পতি হলেন গৌতম মাইতি ও মৌসুমি মাইতি।
জানা গিয়েছে যে, গৌতমবাবু একটি পানশালায় কাজ করতেন। গৌতমবাবু এবং মৌসুমি দেবীর দুই কন্যা সন্তান ছিল। এদের মধ্যে একজন তৃতীয় শ্রেণীর ও অপরজন নবম শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার সময় দু’জনেই আঁকার ক্লাসে গিয়েছিল। বড়ো মেয়ে জানিয়েছে যে, “মৌসুমি দেবী সারাদিন ফেসবুকে ব্যস্ত থাকায় দু’জনের মধ্যে বিবাদ লেগেই থাকত”।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে গৌতমবাবুর ঝুলন্ত দেহ উদ্ধারের পাশাপাশি মেঝেতে পড়ে থাকা মৌসুমী দেবীর নিষ্প্রাণ দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মৃত্যুর পিছনে শুধুই কি পারিবারিক অশান্তি না অন্য কোনো কারণ আছে তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আশা করা হচ্ছে যে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সম্পর্কে অনেকটাই জটিলতা কাটবে।
Sponsored Ads
Display Your Ads Here